বিশিষ্ট শিল্পপতি এল রহমান আর নেই

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


লুৎফর রহমান (এল রহমান) – সোনার দেশ

নগরীর বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান (এল রহমান) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল মাদ্রাসা স্কুল মাঠে বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে মরহুমের ইচ্ছানুযায়ী মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার জনগণ উপস্থিত ছিলেন।
মহানগর আ’লীগের শোক : এদিকে রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপরদিকে বাকশাল সরকারের রাজশাহী জেলা গর্ভনর আতাউর রহমানের ছোট ভাই এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের চাচা বিশিষ্ট ব্যবসায়ী সমাজেসেবক লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার এবং যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা সকল সদস্যদের পক্ষে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী লেখক পরিষদ সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহম্মেদ সফিউদ্দিন, কবিকুঞ্জ’র সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা সরিফুল ইসলাম বাবু, জাসদ মহানগর সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, সাম্যবাদী দল মহানগর সম্পাদক কমরেড মাসুদ রানা প্রমুখ পৃথক পৃথকভাবে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জাফর ইমাম টেনিস কমপ্লেক্স: জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে আজীবন সদস্য মতিউর রহমান জুলিয়াসের পিতা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে…রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপতালে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, কমপ্লেক্সের নির্বাহী সদস্যসহ সকল সদস্য গভীর শোকপ্রকাশ করেছেন। এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সামবেদনা জানান।
রাসিক: সিপাইপাড়া নিবাসী রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান (এল রহমান) এর মৃত্যুতে বরণ করেছেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ