মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের। আহত হয়েছেন ২৮ জন। উত্তরপ্রদেশের এটা জেলার সরাই নিম এলাকার ঘটনা। শুক্রবার ভোরে জলেসরের নাগলা লাল সিং এলাকার একটি বিয়েবাড়ি থেকে শামসাবাদের নাগারিয়া গ্রামে ফিরছিল ট্রাকটি। ভোর সাড়ে ৩টে নাগাদ সরাই নিম এলাকায় একটি সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতিতে ছুটে এসে সেতুর রেলিঙে ধাক্কা মারে ট্রাকটি। রেলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়লে যাত্রী সমেত ট্রাকটি নীচের কাদা ভর্তি খালে উল্টে যায়। বিকট আওয়াজে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় মানুষ। পুলিশকে খবর দেয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। রাস্তার ধারের ওই খাল থেকে ১৪টি দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ২৮ জনকে। চিকিৎসার জন্য তাঁদের আগ্রার এসএন হাসপাতালে পাঠানো হয়। ইটা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজনকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের চালকেরও। গাড়ি চালানোর সময় সে ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন এলাকার পুলিস সুপার সত্যর্থ অনিরুদ্ধ পঙ্কজ। যাত্রীরা প্রত্যেকেই নাগারিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের পরিবার-পরিজনদের খবর দেয়া হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এটার জেলা শাসক। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।- আজকাল