শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভার মাধ্যমে জাতীয় কন্যা শিশু বিদস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় যৌথ ভাবে এর আয়োজন করে।
মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক শিশু শিক্ষার্থী ও মাদের অংশ গ্রহনে ওই সভার সভাপতিত্বে করেন ইউএনও মারিয়াম খাতুন। স্বাগত বক্তৃতায় মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন কণ্যা শিশুর সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন।
ন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফেজ মাহাদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ প্রমূখ।