মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের চাকায় নুসরাত নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত একই গ্রামের আবু তালেবের মেয়ে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক মাসুদ রানা জানান, বুধার সকালে নিহত নুসরাতের চাচা আবদুস সামাদ ঘর থেকে মাইক্রোবাস বের করছিলো। এসময় তার ভাস্তি নুসরাত মাইক্রোবাসের পিছনে ছিল। এসময় ধাক্কা লেগে মাইক্রোর নিচে চাঁপা পড়ে ঘটাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।