রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
এক বছর সাজা খেটে ছয় বাংলাদেশী শিশু গতকাল বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে।
গতকাল সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর সাজা খাটার পর ছয় বাংলাদেশী শিশুকে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক সৌমেন্দ্রনাথ রায়, বাংলাদেশের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের ওসি আফতাব হোসেন, বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শিকদার লাভলু, ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি মহম্মদ নাজীর হুসেন, বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমের কর্মকর্তা পরেশ, বালুরঘাট চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাশ, বিএসএফ কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।
দেশে ফেরত আসা ৬ শিশু হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাখদহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাজমুল হক (১৪), একই উপজেলার শাহবাজার গ্রামের আবুল হোসেন ব্যাপারীর ছেলে স্বাধীন হোসেন (১৩), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুরের আলম হোসেনের ছেলে আবদুুর রহমান (১৭) ও বিরল উপজেলার মৌচুষা গ্রামের কেকারু রায়ের ছেলে সাগর চন্দ্র রায় (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের খশরু শেখের ছেলে সোহান শেখ (১৩) এবং রাজবাড়ী এলাকার পান্না শেখের ছেলে মুন্না শেখ (১৪)।
বালূরঘাট শুভায়ণ অবজারভেশন হোমের কর্মকর্তা পরেশ জানান, এক বছর আগে তারা বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ছয় শিশু বিএসএফ’র হাতে আটকের পর তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মামলা না করে তাদেরকে হোমে আটক রাখা হয়।
মুক্তি পাওয়া শিশু সোহান শেখ জানায়, সে গ্রামের স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ হয়। বন্ধুর প্ররোচনায় চাকুরীর আশায় ভারতে যায়। অবৈধপথে ভারতে যাওয়ায় সেখানকার বিএসএফ তার বন্ধু মুন্নাসহ তাকে আটক করে।