ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ’লীগ নেতা বেন্টু

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক আজিজুল আলম বেন্টু। ভারতে অবস্থান করে চিকিৎসা শেষে দুই সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী শাহমুখদুম বিমান বন্দরে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভারত থেকে ঢাকা বিমান বন্দনে আসেন। আজিজুল আলম বেন্টু গত ২৫ নভেম্বর চিকিৎসার জন্য স্বপরিবারে ভারতে গিয়েছিলেন।
রাজশাহী বিমান বন্দরে পৌঁছার পর আওয়ামী লীগের নেতাকর্মী, আমরা নতুন প্রজন্মের সদস্য এবং তার শুভাকাঙ্খীরা আজিজুল আলম বেন্টু ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মঞ্জিল, আমরা নতুন প্রজন্মের আহবায়ক মোনোয়ার হোসেন শিপলু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, জেলা কৃষক লীগের সহসভাপতি ইন্তাজ আরী, দিন মোহাম্মাদ বাবুল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ