সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভারত থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম হিলি রেলস্টেশনে এসেছে। আর তা থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।
রোববার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে দিনাজপুরের বিরল হয়ে ৪২টি গমের ওয়াগন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।
৪২ ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম এসেছে। ভাড়া বাবদ রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।
তিনি আরও জানান, হাকিম মন্ডল নামের আমদানিকারক এসব গম এনেছেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি