সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল-সোনার দেশ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পালিত হচ্ছে। গতকাল শনিবার সকালে নগরভবন চত্ত্বরে কয়েকটি শিশুকে টিকা খাইয়ে এবং বেলুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এর আগে মেয়রের নেতৃত্বে নগর ভবন চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি কামরুজ্জামান চত্বর হয়ে গৌরহাঙ্গা মসজিদের সামনে দিয়ে নগর ভবন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এই সময় রাসিকের শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. নূরুন্নাহার বেগম, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুল, ২নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. নাসিরা খানম, ৬ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. মমতাজ মহল লাইলী, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মাননীয় মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ এবং রাসিকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিকের নগরীর ৩৮৪টি কেন্দ্রের মাধ্যমে (স্থায়ী কেন্দ্র ৩৪৩টি এবং ভ্রাম্যমান কেন্দ্র ৪১টি) ৬-১১ মাস বয়সী প্রায় ৬৯৭০ জন শিশুকে একটি নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৫৩৩৩৭ জন শিশুকে একটি লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই কার্যক্রমকে সঠিক ভাবে পরিচালিত করার জন্য মহানগরীর সমস্ত ওয়ার্ডে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী এক যোগে কাজ করছেন।