ভুট্টা খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট: নভেম্বর ২৫, ২০২২, ১১:০৭ অপরাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে ভুট্টা খেত থেকে কৃষকের লাশ উদ্ধার করেছে বাড়ির লোকজন। ঘটনাটি ২৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের মাঠে ভুট্টা ক্ষেতে ঘটে। মৃত ইসরাফিল মোল্লা (৪৫) রাজশাহী জেলাধীন বাগমাড়া উপজেলার বড়-মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলী মোল্লার ছেলে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রজু করা হয়েছে।

মৃতার স্ত্রী কারিমা খাতুন (৪০) জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সারে পাঁচটায় ব্রজপুর গ্রামের মাঠে তাদের ভুট্টা ক্ষেতে কীটনাশক দিতে যান তার স্বামী। অনেক রাত পর্যন্ত বাড়ি না আসায় ফুটবল খেলা দেখে আসবেন ধারণা করে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। ভোর হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা এদিক-সেদিক খোঁজাখুজির এক পর্যায়ে ভুট্টার জমিতে গিয়ে মৃত মানুষের মত পড়ে থাকতে দেখতে পায়। লাশ বাড়িতে অনা হয়।

ধারণা করা হচ্ছে কীটনাশক স্প্রে করার সময় পায়ে সেন্ডেল বা মুখে মাস্ক না থাকায় বিষক্রিয়ায় ম্রত্যু হতে পারে।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে মৃতার বাড়ি থেকে লাশ নিয়ে এসে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাটিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ