ভুলুকে জয় করতে লিটনের ঐক্যবদ্ধ হবার আহবান || লিটন নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা পরিষদ নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ৮ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও যুগ্মআহ্বায়ক হিসেবে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব জামান ভুলুকে জয়ী করার জন্য সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ও  পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকেই মনোয়ন পত্র দিয়েছেন। তাই আমাদের সাংগঠনিকভাবে দলীয় মনোনিত প্রার্থীদেরকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ