সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
৬ ম্যাচের ৫টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু শেষ দুটি ম্যাচে হেরে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে। মূলত ব্যাটিংটাই ভোগাচ্ছে রংপুরকে।
দলের অধিনায়ক নাঈম ইসলাম এমনটাই মনে করেন। গতকাল রোববার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাটিং করলেও ফিল্ডিং করেননি নাঈম ইসলাম। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শহীদ আফ্রিদি। ২৪ বল বাকি থাকতেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯ উইকেটে ম্যাচটি হেরেছে রংপুর রাইডার্স।
টানা দুই ম্যাচ হারলেও সেরা চারে যাওয়ার ব্যাপারে কোনও সমস্যা হবে না বলে মনে করেন নাঈম ইসলাম, ‘পয়েন্ট টেবিলে আমরা ভালো অবস্থানে আছি। আশা করি আমাদের কোনও সমস্যা হবে না সেরা চারে যেতে। এখনো আমরা টুর্নামেন্টে টিকে আছি।’
টানা দুই ম্যাচ হারের প্রসঙ্গে নাঈম ইসলাম বলেছেন, ‘শেষ দুই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারি নি। এছাড়া মাঠে অনেক ছোট খাটো ভুল হচ্ছে। আশা করি পরের ম্যাচে এই ভুলগুলো কাটিয়ে উঠতে পারব।’-বাংলা ট্রিবিউন