ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস আজ

আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


গায়ক, সুরকার ও কবি ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস আজ। ২০১১ সালের ৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের বার্তাবাহক তাঁর গান বাংলা ও হিন্দিতে অনূদিত হয়েছে। আসামের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে খুবই জনপ্রিয় তাঁর গান। ভারতীয় সিনেমায় আসাম ও উত্তর-পূর্বের লোকগীতি ও সংস্কৃতির পরিচয় ঘটানোয় তাঁর ভূমিকা অনস্বীকার্য। ১৯৯৮-২০০৩ পর্যন্ত সঙ্গীত নাটক অ্যাকাডেমি’র চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরই সবচেয়ে জনপ্রিয় গান হিসাবে মনোনিত হয় তাঁর গান ‘মানুষ মানুষের জন্য’। মাত্র ১২ বছর বয়সে তিনি সিনেমায় গান গেয়েছিলেন ও ১৩ বছর বয়সে তাঁর লেখা প্রথম গান অগ্নিযুগের ফিরিঙ্গতি। ১৯৭৫-এ সেরা সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পান। ১৯৯৭-এ পদ্মশ্রী, ২০০১-এ পদ্মভূষণ ও ১৯৯২-এ দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

Exit mobile version