শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
উত্তরপ্রদেশে ফের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ভোরবেলায় উন্নাওয়ে দুধের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। যাত্রীবাহী বাসটি বিহার থেকে রওনা হয়ে, দিল্লির দিকে যাচ্ছিল। তাতে ৫০ জন যাত্রী ছিলেন। বেহতা মুজাওয়ার এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুধের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি।
এরপর দুটো গাড়িই জাতীয় সড়কে উল্টে পড়ে। তড়িঘড়ি করে ছুটে এসে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণেই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ।
বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটিও বেপরোয়া গতিতে যাচ্ছিল।
তাতেই আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত চলছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন