নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগে ন্যস্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ তম ব্যাচের নব যোগদানকৃত ৩৪ জন শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের সাথে রাজশাহী ওয়াসার কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজশাহী ওয়াসা’র আয়োজনে নগরীর আমানা ফান ভিলে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন নব নিযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, রাজশাহী ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই মহনগরবাসীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী ওয়াসা’র কর্মকর্তা-কর্মচারীগণ নিরলসভাবে কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে।
রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়নের চিত্র উপস্থাপন করে প্রধান অতিথি বলেন, রাজশাহী মহানগরী সার্বিক পরিবেশ দেশের অন্য নগরীর কাছে অনুকরণীয় । এ নগরীর সৌন্দর্য্য, পরিচ্ছন্নতা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অন্যান্য সিটি কর্পোরেশনের নিকট অনুসরণীয়।
রাজশাহী মহানগরীতে প্রশস্ত সড়ক ও ফুটপাত সহ সার্বিক পরিবেশ উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাসিকের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সিভিল সার্ভিসের ভূমিকার বিষয় তুলে ধরে তিনি আরো বলেন, জনপ্রশাসনে জবাবদিহিতা ও জনগণ কেন্দ্রিক সেবা প্রদান নিশ্চিত করা প্রয়োজন।
বর্তমান সরকার ক্রমবর্ধমান বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। সরকারের এ সকল মহৎ উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে তিনি সকলের সুচিন্তিত মতামত ও সহায়তা কামনা করেন এবং একবিংশ শতাব্দির এই পৃথিবীতে টিকে থাকতে হলে বাংলাদেশের সিভিল সার্ভেন্টদেরও জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
রাজশাহী ওয়াসা’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম এঁর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. তুহিনুর আলম, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, সচিব মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।
উল্লেখ্য, মতবিনিময় সভার শুরুতে আগত ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নব যোগদানকৃত ৩৪ জন কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী ওয়াসা’র সচিব মুহাম্মদ আবদুল হালিম।