সোমবার, ৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাগমারায় মসজিদের ভেতর বিদ্যুতায়িত হয়ে এরশাদ আলী (৭০) নামে একমুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সৈয়দপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, আসরের নামাজ পড়তে এরশাদ আলী মসজিদেই ওযু করেন। এরপর বৈদ্যুতিক পাখা চালু করতে তিনি ভেজা হাতে সুইচে চাপ দেন। এতেই তিনি বিদ্যুতায়িত হন। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয়। পরে মসজিদের মুসল্লিরা তার লাশ বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি নাসিম আহমেদ।