বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মসুলের পূর্বাঞ্চলে শনিবার ইরাকের এলিট ফোর্সের সঙ্গে জিহাদিদের ‘জোর’ লড়াই শুরু হয়েছে। এলিট ফোর্সের সদস্যরা নগরীতে আরো অগ্রসর হওয়ার আগে নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে। এক কর্মকর্তা একথা জানান।
জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দখলে থাকা ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটি পুনরুদ্ধারে ইরাকী বাহিনী ১৭ অক্টোবর থেকে ব্যাপক অভিযান শুরু করে।
অভিযান শুরুর পর কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) বিশেষ বাহিনীর আগ্রাসনের ফলে জিহাদিরা পিছু হটে মসুলের আশপাশের এলাকাগুলোতে চলে যায়।
তবে আইএস দখলকৃত নগরীটি পুনরায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নিতে হলে মাসব্যাপী যুদ্ধের প্রয়োজন না হলেও কয়েক সপ্তাহ সময় লাগবে।
সিটিএস বাহিনী আগের দিন আরবাজিয়াহ্য় হামলা শুরু করে।
সিটিএস এর স্টাফ লেফটেন্যান্ট কর্নেল মুন্দাদার সেলিম বলেন, ‘শনিবার আমরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছি।’- বিবিসি