মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও উপবৃত্তি প্রদান

আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁ মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাই সাইকেল ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ-সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী-অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখ।

মহাদেবপুরে অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাই সাইকেল, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৪৩ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ের ১৩০ জনকে ২ হাজার ৫০০, মাধ্যমিক পর্যায়ের ৭৫ জনকে ৬ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৮ জনকে ৯ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ