মহাদেবপুরে তিন দিনব্যাপী অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে সোমবার (৬ নভেম্বর) তিন দিনব্যাপী অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসের নিজস্ব হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগী মাঠ পর্যায়ের ৪০ জন ক্ষুদ্র কৃষক-কৃষাণী সদস্য তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।