মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :


মহাদেবপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে ইপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলার কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ