বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর ত্রিবার্ষিক উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার।
কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নওগাঁ ও জয়পুরহাটের সহকারী পরিচালক আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চান্দাশ ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মাষ্টার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকগণের প্রত্যক্ষ ভোটে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার (পদাধিকার বলে), সহসভাপতি নাজিম উদ্দীন মিঞা,আবদুল খালেখ, জান্নাতুন ফেরদৌস, এনামুল হক, সাধারণ সম্পাদক তপন কুমার দেবনাথ, যুগ্মসম্পাদক আমিনুল হক, কোষাধ্যক্ষ আবদুস সোবাহান, গ্রুপ কমিটির সভাপতি আবদুল মতিন, কামরুন নাহার, এনামুল হক ও সীমা রানী নির্বাচিত হন। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে মোস্তাফিজুর রহমান ও আলী হায়দার নির্বাচিত হন। কাউন্সিলর নিয়োগের সুপারিশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান।