মহাদেবপুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ৫১মত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটোরিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত গ্রীষ্মকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা বে-সরকারি শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বারিকুর রহমান প্রমুখ।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, দাবা, সাঁতারসহ বিভিন্ন খেলায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।