মহানগর আ’লীগ উপদেষ্টাম-লীর সভা

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৫১ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


সভায় বক্তব্য দেন নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামন লিটন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ উপদেষ্টাম-লীর সদস্যরা-সোনার দেশ

১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও আগামী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে নগর আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিচালনা করেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর নুরুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর লুৎফর রহমান খোকন, প্রফেসর ড. ওয়াজেদ আলী, প্রশান্ত কুমার সাহা, মঞ্জুশ্রী রায়, অধ্যাপক এসআর তরফদার, নুরুল হুদা সরকার ও ভাষাসৈনিক আবুল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ