মহাসড়ক অবরোধ করে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: জুলাই ১৬, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

পাবনা প্রতিনিধি:


কোটা সংস্কারের দাবি এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভ না করতে শাখা ছাত্রলীগের নির্দেশ উপেক্ষা করেই মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে বিকেল চারটার দিকে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা।

পরে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। অন্যান্য দিনের তুলনায় এদিন বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্লোগানে শ্লোগানে তারা রাজপথ কম্পিত করে তোলেন। পাবিপ্রবি শিক্ষার্থী ছাড়াও বিক্ষোভ পাবনার অন্যান্য কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর তারা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আয়োজন করে শিক্ষার্থীরা। কিন্তু নানা মাধ্যমে ছাত্রলীগের থেকে নির্দেশ আসে ক্যাম্পাসে যেন মিছিল না করা হয়। কিন্তু শত শত শিক্ষার্থী তাদের সেই নির্দেশ উপেক্ষা করেই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সমাবেশে সারাদেশে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে গভীর রাতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তারা বলেন, এদের হাত থেকে ছাত্রীরাও নিস্তার পাননি। এসব হামলাকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে এসে শাস্তির দাবিও জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, এসব হামলা ও ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। শিক্ষার্থীদের ন্যয্য দাবি আদায় করেই তারা ঘরে ফিরব।
এদিকে কোটা আন্দোলন ইস্যুতে মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ