সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
মাইক্রো জবকে বাংলায় বলা যেতে পারে অতি ক্ষূদ্রাকারের কাজ। মাইক্রো জবগুলোকে ডাটা এন্ট্রি সম্পর্কিত কাজেরও অংশ বলা যেতে পারে। অনলাইনের মাইক্রো জব সাইটগুলোতে নানা ধরনের মাইক্রো জব দেখতে পাওয়া যায় যেমন ইউটিউব-এ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজ-এ লাইক দেওয়া, টুইটার-এ কমেন্ট করা, জিমেইল অ্যাকাউন্ট খোলা, ফাইল ডাউনলোড করা, অ্যাপস ডাউনলোড করা, ব্লগে কমেন্ট ও সাব্সক্রাইব করা, ক্যাপচা টাইপ করা, কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা ও সাইট ভিসিট করা, ইত্যাদি। মাইক্রো জবগুলো সম্পন্ন করতে ১ মিনিট থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে ও কাজগুরো সম্পন্ন করার বিনিময়ে ৩ সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত পেমেন্ট পাওয়া যায়।
এখন প্রশ্ন হলো মাইক্রো জব কোথায় পাওয়া যায়? অনলাইনের নানান ফেক সাইটের ভীড়ে কোনো মাইক্রো জব সাইটটা ভালো হবে? মাইক্রো জব করার অনেকগুলো সাইট আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে – Sproutgigs.com যা কিছুদিন পূর্বেও Picoworkers নামে পরিচিত ছিল। এই সাইটে দক্ষতা ও নিয়মানুবর্তিতার সাথে নিয়মিত কাজ করলে প্রতিমাসে ৮-১০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। Sproutgigs.com শতভাগ বিশ্বস্ত ও বৈধ একটা সাইট যা থেকে পেমেন্ট পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে যেহেতু অনেক ধরনের বায়ার এখানে মাইক্রো জব পোস্ট করে থাকে তাই বায়ার ভেদে সাধারণ সাবধানতা অবলম্বন করা শ্রেয়।