রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবিভিক্ত বাংলার আইন পরিষদের সদস্য রাজশাহী পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান রাজশাহী তথা উত্তরাঞ্চলের শিক্ষাবিস্তারের অগ্রদূত জননেতা মাদার বখশ্রে ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ আতিক রহমান।
আলোচনার সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক মোবাইল ফোনে তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এমন মানুষ বিরল। যিনি তাঁর শ্রম,ত্যাগ, অর্থ-সম্পদ, নিষ্ঠা দিয়ে সামজকে এগিয়ে নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা সামাজিক প্রতিষ্ঠান গড়ে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। একই সাথে গুণী মানুষদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করায় রাজশাহী প্রেসক্লাবকে অভিনন্দন জানান।
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রবীণ রাজনীতিবিদ এম এলাহী বক্স মন্ডল, ওস্তাদ কানু মোহন গোস্বামী, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহম্মেদ সফিউদ্দিন, রাজশাহী সরকারি ট্রিচার ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ, নিউ গভ. ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, রাজশাহী মেট্রপলিটন প্রেসক্লাবের যুগ্মসম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, আইনজীবী সিরাজী শওকত সালেহীন এলেন, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ নেতা অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বিস্ফোরক অধিদপ্তরের উপ-পরিচালক ড. আসাদুল ইসলাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু ও মাদার বখশ্ পরিবারের সদস্য বাংকার মাহফুজুর হক তোতন।
চট্টগ্রাম থেকে আলোচনা সভায় অংশ নেন শহিদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম।
আরো অংশ নেন, সাংবাদিক সুব্রত দাস, সমবায় ব্যাংক লিমিটেড রাজশাহীর চেয়ারম্যান মো. সোলাইমান, প্রভাষক আনিছুর রহমান, প্রভাষক তৌহিদুল ইসলাম, সাংবাদিক কামাল মালিক, ইউ আদদান, আকতারুজ্জামান দুলাল, প্রকৌশলী আফসার আলী শাহানা, সমাজকর্মী মাতলুবুর রহমান, ইকবাল হাসান টাইগার, যুবনেতা আসাদুল হক দুখু, ফটোসাংবাদিক রফিকুজ্জামান রানা, একে রেজ্জাকুল আহমেদ সঞ্জু, ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী আইয়ুব আলী তালুকদার, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাজশাহী মহানগর সাধারণ জামিল হোসেন জনি প্রমুখ।