মান্দায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: মে ৯, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ


মান্দা প্রতিনিধি:


আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

এ উপলক্ষে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার প্রমুখ।

কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে ৩দিন ব্যাপী এ মেলায় ১৬টা ষ্টলে ৪৬ ধরণের প্রযুক্তি প্রদর্শন করা হয়।

Exit mobile version