শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সতিহাট কেটি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম সরদার, যুবদলনেতা বেলাল হোসেন, অ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান ও মাসুদ রানা, ছাত্রদলনেতা আব্দুল হালিম দুলাল প্রমুখ।