সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা ব্রতীর অষ্টম গণগবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্রতী সেতুবন্ধন প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ভারশোঁ ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার মন্ডল, ব্রতী সেতুবন্ধন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আলী হোসেন, ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা মাইকেল মনিষ সাহা, প্রোগ্রাম অ্যান্ড মনিটরিং কর্মকর্তা আবদুল জলিল খান, অনিতা রানী গুহ, দিলিপ কুমার, সুরমা ও জোসনা খাতুন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।