শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাকেটিং সেন্টার কাম অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে টেলিকনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রাামণিক এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আমার বাড়ি, আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার বাড়ি, আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মামুনুর রশিদ ঁজানান, ‘আমার বাড়ি আমার খামার প্রকল্পের নিজস্ব অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণ কাজের তদারকি করবেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম।’