মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে সভাপতি পদে আবদুল কাদের ছাতা প্রতীকে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এনারুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সাহারুল ইসলাম চেয়ার প্রতীকে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুস সালাম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।
ক্যাশিয়ার পদে মোহাম্মদ শান্ত ফটবল প্রতীকে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন মোরগ প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মীরগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন, প্রিজাইডিং অফিসার গোলাম মুর্শেদ। মোট ভোটার সংখ্যা ছিলো ২০৮ জন। উপস্থিত ছিলেন ১৭০ জন ভোটার।