মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন ১০৮ শব্দসৈনিক ।। স্বীকৃতিতে নগরীর চার জন

আপডেট: নভেম্বর ১৭, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শিল্পীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী মহানগরীর চারজন রয়েছে। এছাড়াও বৃহত্তর রাজশাহীর নাটোরের একজন এই স্বীকৃতি লাভ করেছেন। রাজশাহী মহানগরী থেকে স্বীকৃতি প্রাপ্তরা হলেন, নগরীর মহিষবাথানের মৃত মো. ওয়াজেদ আলীর পুত্র মৃত মো. গোলাম রব্বানী, মহিষবাথানের মৃত কাজী মো. ইদ্রিশ আীলর পুত্র কাজী মিসবাহুন নাহার, শিরোইলের মৃত মৌলভী হামিদুল্লাহর পুত্র মো. রেজাউল করিম রবু ও সাগরপাড়ার মৃত গিয়াস উদ্দিন আহমেদের পুত্র মো. রফিকুল আলম, নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাপুর গ্রামের মৃত টিআইএম শিকদারের পুত্র আখতার হুসেন।
বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধে তারাও অংশ নিয়েছেন। তবে অস্ত্র হাতে সম্মুখ সমরে নয়। তারা যুদ্ধ করেছেন কণ্ঠে, উদ্বুদ্ধ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের। তারা হলেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক।
স্বাধীনতার ৪৫ বছর পর এবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন তারা।-রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ