মেঘ বলেছে তাই

আপডেট: জুলাই ১২, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ণ

জেসমিন নাহার


এখন আমি ঘরে, একথাটা পরে
তুমি আছ জলে, জলের নানান ছলে
তাইতো আমি মেঘ, সঘন আবেগ
নিয়ে উঠি বেড়ে, ক্লান্তিটুকু ঝেড়ে
তোমায় ছোঁয়ার আশায়

সবটুকু জল ছেড়ে, আগুনটুকু কেড়ে
তোমার ভেতর থেকে, আমার কথা লেখে
দিলাম মেঘের চিঠি, ভিজিয়ে জলের দিঠি

মেঘ বলেছে তাই, আর তো আমি নাই
এখন, যখন-তখন জলকে পা বাড়ায়
চোখের সাথে ও চোখ নিয়ে
সামনে কেবল দাঁড়াই।