মোহনপুরে আউশ ধানের শীষের উঁকি

আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

মোস্তফা কামাল, মোহনপুর:


মোহনপুরে সবুজ ফসলের মাঠে উঁকি দিয়েছে আউশ ধানের শীষ। ভাল ফলনের আশায় বুক বেধেছে কৃষকরা। পরিচর্যার কাজ শেষ পর্যায়ে। এখন ধান ঘরে তোলার অপেক্ষা মাত্র। আউশ চাষের জন্য অনুকূল আবহাওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।



সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুরে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ হয়েছে। এ অঞ্চলের খাদ্য চাহিদা মিটিয়ে দেশের অভ্যন্তরে ধান বিক্রির সক্ষম মোহনপুরের কৃষরা। উপজেলার আয়তন অনেকটাই ছোট হলেও ফসল উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে মোহনপুর উপজেলা। চলতি আউশ মৌসুম শুরুতেই প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিতে অনায়াসেই চারা রোপন শেষ হয়। এরপর থেকেই রোদ বৃষ্টিতে ফসল ভাল হয়েছে। আগামী কয়েক সপ্তার মধ্যেই আউশ ধান কাটা হবে জানিয়েছেন কৃষকরা।

উপজেলার কেশরহাট মগরগা বিলের সাইদুর রহমান নামের একজন চাষী জানান, তিনি প্রায় সাড়ে বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন। সবগুলোই জিরা শাইল জাতের ধানের চাষ করেছেন। আবাদ অতন্ত ভাল হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ, রোগ বালায় বন্যা না হলে ধানের ফলন ভাল হবে বলে আশাবাদী তিনি।

উপেজলার আমরাইল গ্রামের কৃষক মিলন জানান, আউশ ধানের খেত খুব ভাল হয়েছে। রোগ ও পোকার আক্রমণ অনেকটাই কম। এখন শুধু বন্যায় ধানের ক্ষয়ক্ষতির ভয়ে আছি। আর একটি মাস পার হলে ধান ঘরে উঠে আসবে। আর ধান ঘরে উঠলে আমাদের খাদ্যাভাব পূরণ করে ধান বিক্রি করতে পারবো।