রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মোহনপুর উপজেলা সংবাদদাতা
রাজশাহীর মোহনপুরে চোলাই মদসহ জেকের আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে মোহনপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের মৃত আনসার আলীর ছেলে জেকের আলী দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে মোহনপুর থানার এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ জেকের আলীকে গ্রেফতার করে। পুলিশ জানায় জেকের আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।