রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর নন্দনহাটি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংকের একজন এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন। নিহতের নাম মৃন্ময় বর্ম (২৯)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মের ছেলে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃন্ময় পদ বর্ম নওগাঁ হতে মোটরসাইকেল যোগে রাজশাহী অফিসে মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। পতিমধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার নন্দনহাটি নামক স্থানে পৌঁছালে সামনের চলন্ত একটি অটো গাড়ি আকস্মিক ভাবে ব্রেক কষে। এসময় মৃন্ময় বর্ম তার মোটরসাইকেলেও ব্রেক কষে রাস্তার পড়ে যান।
এমতাবস্থায় পেছনে থাকা দ্রূতগামী ড্রাম ট্রাকের পেছন চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল হতে মোটরসাইকেলসহ ঘাতক ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৮৯৮ জব্দ করে। তবে এঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।