সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে ‘জীবন একটাই তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোাগানে পুলিশ সদস্যদের উদ্যোগে সচেতনতামূলক পোস্টার টাঙানো হয়েছে। মহানগর পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে এই পোস্টার টাঙানো হয়। গতকাল রোববার দুপুরে এরই অংশ হিসেবে নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এ সর্তক সম্বলিত পোস্টার টাঙাতে দেখা যায় মহানগর পুলিশকে।
এবিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, এধরনের সচেতনতামূলক উদ্যোগ মহানগর পুলিশের। নগরবাসিকে সুস্থ ও সঠিক জীবনের দিক নির্দেশনার অংশ বিশেষ। সমাজের মানুষ যেন মাদক দ্রব্য পরিহার করে এবং সুন্দর জীবনে ফিরে আসে। এজন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই পোস্টার টাঙ্গানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহীতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, নগরীর চার থানা এলাকায় সচেতনতা ও সর্তকতামূলক দিক নির্দেশনা চালানো হচ্ছে পুলিশ। নগরীতে বিভিন্ন অভিযানে মাদকসেবী, মাদক ব্যাবসায়ী ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় মাদকসহ অনেক জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মাদকসেবী ও ব্যবসায়ীদের পুর্নবিন্যাস করার জন্য মহানগর পুলিশের বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।