যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪ পুলিশ গুলিবিদ্ধ

আপডেট: নভেম্বর ২২, ২০১৬, ১০:২৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রে মাত্র ২৪ ঘণ্টায় চার পুলিশ সদস্যকে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছে। রোববার দেশটির বেশ কয়েকটি রাজ্যে পৃথক এ হামলা চালানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, টেক্সাসের সান অ্যন্টোনিওতে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মিশৌরির সেন্ট লুইসে আরেক কর্মকর্তার মুখমন্ডলে গুলি করা হয়েছে। তবে সে প্রাণে বেঁচে যেতে পারে বলে আশা করা হচ্ছে। অপর দুই পুলিশ সদস্য টেক্সাস ও ফ্লোরিডায় গুলিবিদ্ধ হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ৫৭ জন সদস্য বন্দুক হামলার শিকার হয়েছেন। এ সংখ্যা গত বছর একই সময়ের চেয়ে ৬৮ শতাংশ বেশি।
গোয়েন্দা কর্মকর্তা বেঞ্জামিন মারকোনি রোববার যখন তার গাড়িতে বসে একটি ট্রাফিক টিকেট লিখছিলেন তখন তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।- রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ