মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফিতি গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জানুয়ারি পর্যন্ত গত ১২ মাসে দেশটিতে ভোগ্যপণ্যের দাম ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ১৯৮২ সালের পর এক বছরে পণ্যমূল্য এতোটা বাড়তে দেখা যায়নি যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্য সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। একই মাসে বিদ্যুতের দামও বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।
সরবরাহ সংকট, ভোক্তাদের তীব্র চাহিদা এবং গুরুত্বপূর্ণ উপাদানগুলির ঘাটতির মধ্যে ২০২১ সালে দাম ৭ শতাংশ বেড়েছে। এর ফল প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং ফেডারেল রিজার্ভের নীতিতে দ্রæত পরিবর্তন ঘটাতে হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এখন দৃঢ়ভাবে ইঙ্গিত দিচ্ছে যে, মার্চ মাসে তারা যে বৈঠক করবে তাতে মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি