রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
যুদ্ধ থামিয়ে দেয়ার কোনোই প্রশ্নই ওঠে না। কারণ, যুদ্ধবিরতি ঘোষণা করলে মনে হবে হামাসের কাছে ইসরায়েলি শক্তি আত্মসমর্পণ করছে। এমনটাই জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি যুদ্ধ যেমন চলছে, তেমনই চালিয়ে যাওয়ার নীতি নিয়েছেন। ফলে ফিলিস্তানে মৃত্যুমিছিল আরো দীর্ঘ হতে চলেছে।
গাজা উপত্যকায় প্রবেশ করে স্থলপথে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। ইসরায়েল একই সাথে আকাশপথেও হামলা চালাচ্ছে।
গাজার মাটিতে মুহুর্মুহু বোমাবর্ষণ হচ্ছে। যুদ্ধ মঙ্গলবার (৩০ অক্টোবর) ২৪ তম দিনে পা দিয়েছে। ইতোমধ্যে শুধু গাজাতেই নিহশ রয়েছেন আট হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবে, করে অতর্কিতে হামলা চালায় সশস্ত্র হামাস। হামাসের ওই হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা প্রায় ১৪শো। অনেক মানুষকে ইসরায়েল থেকে পণবন্দি করে নিয়ে যায় হামাস। এরপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার পণ করেছেন তিনি। ইতোমধ্যে গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন