রতন টাটা-মুকেশ আম্বানি নন, বিশ্বের সবচেয়ে বড় ‘চ্যারিটেবল ডোনার’ অন্য কেউ, নাম জানেন?

আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১:০৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


একাধিক শিল্পপতি, একটা বড় অংশ দাতব্য খাতে দিয়ে থাকেন। চ্যারিটেবল ডোনার হিসেবে দেশে রতন টাটা, মুকেশ আম্বানির নাম উঠে আসে। তবে তথ্য কী বলছে জানেন? তথ্য বলছে মুকেশ আম্বানি, রতন টাটা কিংবা আজিম প্রেমজী নন, বিশ্বের সবচেয়ে বড় চ্যারিটেবল ডোনার হলেন অন্য কেউ। জামশেদজি টাটা। স্বাস্থ্য এবং শিক্ষায় তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয়।

টাটা-র প্রতিষ্ঠাতা জামশেদজি একাধিক খাতে জীবনভর দান করে গিয়েছেন সাধারণের স্বার্থে। তথ্য বলছে তিনি তাঁর জীবনকালে অন্তত সাড়ে আট লক্ষ কোটি টাকা দান করেছেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে যার অঙ্ক বিপুল এবং পরবর্তী সমস্ত শিল্পপতিদের দানের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে।

এডেলগিভ হুরুন ফিলানথ্রপিস্টস অফ দ্য সেঞ্চুরি ২০২১ রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি দান করেছেন জামশেদজি টাটা। দ্বিতীয় স্থানে রয়েছেন বিল এবং মেলিন্ডা গেটস। ৭৪.৬ বিলিয়ন মার্কিন ডলার তাঁদের দাতব্য খাতে ব্যয়ের পরিমাণ। সেখানে টাটার পরিমাণ ১০২.৪ বিলিয়ন মার্কিন ডলার।

জামশেদজি টাটা জন্মগ্রহণ করেন ৩ মার্চ, ১৮৩৯। ১৮৬৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন টাটা গ্রুপের। একগুচ্ছ জনহিতকর কাজে জন্য তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন সাধারণের জন্য একাধিক খাতে। তবে এই হিসেবে কেউই জামশেদজি টাটার সমকক্ষ কেউ হতে পারেননি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ