রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে মঞ্চসহ হলো নাটক ‘আশীর্বাদ’

আপডেট: মে ৯, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বৃহস্পতিবার (৯ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিবস উপলক্ষে রাজশাহী ভোলানাথ হিন্দু একাডেমিতে অনুষ্ঠিত হলো শ্রুতি নাটক ‘আশীর্বাদ’। রচনা ও নির্দেশনায় ছিলেন বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ণের জাদুকর ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে তাঁর শিক্ষক সাতকড়ি দত্ত’র নিকট বড় কবি হওয়ার জন্য যে আশীর্বাদ পেয়েছিলেন, সেই আশীর্বাদ বেদ বাক্যের মতো ফলে গিয়েছিল কবির জীবনে। এরই প্রেক্ষাপটে নাটকটির নাম আশীর্বাদ।

কুশীলব : রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা সারদা সুন্দরী দেবীর ভূমিকায় ছিল অনন্যা সেন (অষ্টম শ্রেণি), মহর্ষি দেবেন্দনাথ ঠাকুরের ভূমিকায় ঐশী দাস (অষ্টম শ্রেণি), রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় ত্রয়ী সাহা (অষ্টম শ্রেুিণ), শিক্ষক সাতকড়ি দত্ত’র ভূমিকায় প্রিয়ন্তী বণিক (অষ্টম শ্রেণি), রবীন্দ্রনাথের ভাগনে জ্যোতি প্রকাশের ভূমিকায় ছিল নুপুর দাস (অষ্টম শ্রেণি)। সার্বিক সহযোগিতায় রাজশাহী ভোলানাথ বিশেশ্বর হিন্দু একাডেমি, ক্যামেরায়- ইকবাল আলী (সম্পাদক), উপস্থাপনায়- বরেন্দ্র শিশু থিয়েটার রাজশাহী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version