মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিষয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শুরু করেছে। তারই ধারাবাহিকতায় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব রাবিতে সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেখানে অন্যদের মধ্যে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেতাউর রহমান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে উপাচার্য রাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনেতিক ছাত্র সংগঠনসমূহের সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিত সংগঠনসমূহের পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়।
মতবিনিময়ে উনিশটি ছাত্রসংগঠন অংশ নেয়। সংগঠনগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (২), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ (২), নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র-গণমঞ্চ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (২), বাংলাদেশ ছাত্রপক্ষ, বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ, চিটাগাং হিল ট্রাকস স্টুডেন্ট কাউন্সিল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র মিশন, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং জাতীয় ছাত্রসমাজ।#