বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপকদের বিশেষ পারফরমেন্স পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদ।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের নিরীক্ষা হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক সাজাম্মুল ইসলাম, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক খোন্দকার গোলাম মোস্তফা, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরী ও রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এলপিও’র ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মাসুদ করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সৈয়দ আবু আসাদ চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের সকল জোনের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায় বিশেষ করে শ্রেণীকৃত ঋণ আদায়, সম্ভাব্য শ্রেণিকৃত ঋণ হতে আদায়, মামলা নিষ্পত্তিসহ ব্যাংকের সার্বিক বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করেন।