সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সভায় বক্তব্য দেন রাকাব চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম-রাকাব জনসংযোগ
রাকাব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাকাব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা-২০১৭ পর্যটন মোটেল রাজশাহী এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পারফরমেন্স মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন, রাকাব প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) খোন্দকার গোলাম মোস্তফা, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক এসএম রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জোনের জোনাল ব্যবস্থাপক ইদ্রিস আলী, রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. ঈশা, রাজশাহী জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা একেএম হান্নান সরকার, চাঁপাইনবাবগঞ্জ জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা লোকমান আলীসহ দু’টি জোনের ৪২জন শাখা ব্যবস্থাপকসহ জোনাল কার্যালয় ও নিরীক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।