বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রথম ম্যাচে বরিশাল বুলসকে গুড়িয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করেছে রাজশাহী। স্বাভাবিকভাবেই রাজশাহী কিংস মানসিকভাবে বিধ্বস্ত থাকবে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় ঢাকা ডায়নামাইটস।
গতকাল বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকার সহ-অধিনায়ক নাসির হোসেন। রাজশাহীর বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আমরা অবশ্যই ওদের সাথে জিতব। একটা বড় ব্যাপার হচ্ছে ওরা শেষ ম্যাচটি জিততে জিততে হেরেছে। মানসিকভাবে ওরা চাপে থাকবে। আর আমরা প্রথম ম্যাচটি জিতেছি, সেদিক থেকে আত্মবিশ্বাসী থাকব। ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা তার চেয়েও বেশি মরিয়া হয়ে খেলব।’
ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে জানতে চাইলে নাসির বলেছেন, ‘নিজের তেমন কোনও লক্ষ্য নেই। তিন বিভাগেই কিছু দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সবাই চায় ভালো খেলতে। আমি যেখানেই খেলি না কেনও আমিও চাই পারফর্ম করে আবার আগের জায়গায় যেতে।’-বাংলা ট্রিবিউন