রাজশাহীতে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, রাজশাহীর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালকদের জন্য আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন রোববার ( ১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড্ডয়ন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ওরফে অনু। বিভিন্ন উপজেলার ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত সেরা ২৫ জন খেলোয়াড় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

এসময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণসহ বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ