রাজশাহীতে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

আপডেট: মে ৮, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। টানা দাবদাহের পরে মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত ১ টার দিকে এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে পরে মুষলধারে ঝরতে শুরু করে। এসময় রাজশাহীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিক থেকে আকাশে মেঘ দেখা যায়। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একটানা বৃষ্টিপাত ঝড়ে ভোর ৫ টা পর্যন্ত। এর ফলে আগুন ঝরা তাপপ্রবাহ ও গরম কমে স্বস্তি ফিরে আসে। এ অবস্থায় বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন রাজশাহীর মানুষজন।

খোঁজ নিয়ে জানা যায়, তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছিল আমের গুটি। শুকিয়ে চৌচির হয়েছে ধানক্ষেত। অবশেষ বৃষ্টিতে প্রাণ ও প্রকৃতিতে ফিরেছে সজীবতা।
কাছে আবু অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানায়, রাজশাহীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতে একটা সময় শুরু হয় শেষ হয়েছে ভোর পাঁচটায়। আকাশে মেঘ রয়েছে আবার বৃষ্টি আসতে পারে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version