রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
উন্নয়ন ও নাগরিক সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক গণতান্ত্রিক বাজেট আন্দোলন-ডিবিএম এর রাজশাহী ও রংপুর অঞ্চলের ২০২৩-২০২৫ সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নে এক কনসালটেশন সভা গত ২১ জানুয়ারি নগরীর একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা পর্বে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে সভার উদ্দেশ্য ব্যাখা করেন। সূচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, মো: হাসিনুল ইসলাম চুন্নু, নির্বাহী পরিচালক-সচেতন। সূচনা পর্বে বক্তাগণ বাজেট প্রনয়ন ও বাস্তবায়নে জন অংশগ্রহন, সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করনের উপর গুরুত্ব প্রদান করেন। আমলানির্ভর জাতীয় বাজেটকে অধিকতর জনমূখী করে তোলার জন্য নাগরিকদের অংশগ্রহন এর উপর জোর দেন। এই কনসালটেশন সভায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আগামী ২০২৫সাল পর্যন্ত অগ্রাধিকার ও কাজের পরিসর এবং কর্মকৌশল নির্ধারন করা হয়। রাজশাহী এবং রংপুর বিভাগের ১১টি জেলার ডিবিএম প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সেফটি এন্ড রাইটস এর দিলরুবা বেগম মোনালিসা,প্রোজেক্ট কোঅর্ডিনেটর; সেকেন্দার আলী সুমন,নির্বাহী পরিচালক-এসআরএস; আমানুর রহমান, সহ সভা প্রধান-ডিবিএম।পরিবর্তন এর পরিচালক রাশেদ রিপন এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি হয়।