রাজশাহীতে বেড়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট: জুলাই ২৫, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে বেড়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। একদিনের ব্যবধানে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৪ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এছাড়া রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ