রাজশাহীতে শিলা বৃষ্টি

আপডেট: মে ৯, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে স্বস্তির বৃষ্টি ঝরেছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই বৃষ্টিপাত হয়েছে। এসময় শিলা সহ দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এদিন বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, সকালের দিকে হঠাৎ করে মেঘে চারপাশ ঢেকে যায়। তার কিছুক্ষণ পড়ে ঝরতে শুরু করে বৃষ্টি। বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও আকাশ থেকে শিলা পড়েছে। যদিও শিলা বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন তাপপ্রবাহের পরে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে। গত মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের প্রথম ৫১ মিলিমিটার বৃষ্টি হয়। আর সর্বশেষ বৃহস্পতিবার রাজশাহীতে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version